বাংলাদেশে ভালো ব্যবসা করার পর এবার বিদেশের মাটি কাঁপাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’। ২৯ জুন বাংলাদেশে মুক্তি পাওয়ার পাঁচ সপ্তাহ পর ৫ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।
মুক্তির পর থেকেই অস্ট্রেলিয়ার ছয়টি স্টেটে ভালোই সাড়া ফেলেছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। শোনা যাচ্ছে, ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস দ্বারা পরিবেশিত সিনেমাটি নিউ সাউথ ওয়েলস সিডনি, ভিক্টোরিয়াল মেলবোর্ন, কুইনসল্যান্ড, ব্রিজবেন, সাউথ অস্ট্রেলিয়া, এডিলেড, ওয়েস্টার্ন অস্ট্রলিয়ান পার্থ, তাসমেনিয়া হোবার্ট, অস্ট্রেলিয়ান টেরোটরি ক্যানবেরা, নর্দার্ন টেরোটরি ডারউনে ভালো ব্যবসা করেছে।
এর আগে শাকিবের ‘শিকারী’ এবং ‘আরও ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্র দুটি সিডনিতে মুক্তি পেলেও ‘প্রিয়তমা’র মত এত সাড়া জাগাতে পারেনি।
তাছাড়া ২৬ আগস্ট অভিনেত্রী শাবনূর এবং মাহফুজ আহমেদ ব্যাংকস টাউন সিডনিতে ‘প্রিয়তমা’ দেখবেন বলে জানা গেছে। শাকিবের “প্রিয়তমা”র সাথে সিডনিতে একই দিনে মুক্তি পেয়েছে মাহফুজের “প্রহেলিকা” সিনেমাটি।
১৮ আগস্ট থেকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের ১৩টি স্ক্রিনে চলছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। ইংল্যান্ডে সিনেমাটির পরিবেশক রন্টি চৌধুরীর বরাতে জানা গেছে, ছবিটির ব্যাপক সাড়া পাওয়ার কথা মাথায় রেখে লন্ডনের ইলফোর্ডে ‘প্রিয়তমা’র শো বাড়িয়ে দিয়েছে সিনেওয়ার্ল্ড।
এছাড়াও নিউজিল্যান্ডের টাউরাঙ্গাতে ৯০ শতাংশ দর্শক পেয়েছে ‘প্রিয়তমা’। শোনা যাচ্ছে, অকল্যান্ডেও সিনেমাটির প্রদর্শনের ব্যবস্থা করবে ছবিটির নির্মাতারা।
৮ সপ্তাহে ৩৭ কোটি ব্যবসা করা চলচ্চিত্রটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, সহীদ উন নবী, কাজী হায়াৎ, এলিনা শাম্মীর মত তারকারা।