অস্কারের এবারের আসরে ‘বেস্ট পিকচার্স’ বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ভারতীয় বাংলা ছবি ‘পুতুল’।
৬ জানুয়ারি দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছে মোট ৩২৩টি চলচ্চিত্র। এর মধ্যে বেস্ট পিকচার্স বিভাগে রয়েছে ২০৭টি ছবি। এই তালিকায় জ্বলজ্বল করছে ইন্দিরার ‘পুতুল’।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নির্মাতা ইন্দিরা জানিয়েছেন, ‘অস্কার কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার কাজ, আমার ডিরেকশন, আমার লেখা পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে আমার ছবি প্রতিযোগিতা করছে। আরও একটি গর্বের বিষয়, একাডেমি ওয়েবসাইটেও এখন রয়েছে।’
এ ছাড়া আরও ৬টি ভারতীয় সিনেমা রয়েছে এই তালিকায়, সেগুলো হলো ‘কাঙ্গুবা’, ‘আদুজীভিথাম—দ্য গোট লাইফ’, ‘সন্তোষ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’।
উল্লেখ্য, এর আগে অস্কারের জন্য নির্বাচিত হয়েছিল ইমন চক্রবর্তীর গাওয়া ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। যদিও শেষ পর্যন্ত অস্কার থেকে ছিটকে যায় গানটি। অবশ্য এ নিয়ে দুঃখ নেই ইন্দিরার। বরং তার মতে ইতিহাস তৈরি করতে পেরেছেন তিনি।