৯৬তম অস্কারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। সেরা স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ সিনেমাটি।
নাজরিন একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। জনপ্রিয় ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন তিনি। এবার স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে জায়গা করে নিলেন চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৬তম অস্কারের চূড়ান্ত মনোনয়নে।
সারা ম্যাকফারলেনের সহ-প্রযোজনায় ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ সিনেমায় অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। র্যাচেল নামের একজন সিঙ্গেল মাদারকে কেন্দ্র করে এগিয়ে ছবির গল্পে।
উল্লেখ্য, ৯৬তম অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র পাশাপাশি মনোনীত হয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’।