Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ২, ২০২৪
Your Image

অস্কারের মঞ্চে ন’গ্ন জন সিনা!

জন সিনা | ছবি: দ্য হলিউড রিপোর্টার

অস্কারের মঞ্চ মানেই তাক লাগানো কিছু। ২০২৩ সালে ক্রিস রককে চড় মেরে শোরগোলের পর এই বছর মঞ্চে বিবস্ত্র হয়ে অবাক করলেন রেসলার-অভিনেতা জন সিনা।

জিমি কিমেলের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে হয়ে গেলো অস্কারের ৯৬তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে সেরা কস্টিউম ডিজাইনারের নাম ঘোষণার জন্য জন সিনাকে মঞ্চে ডাকা হলে, সম্পুর্ন ন’গ্ন অবস্থায়, হাতে কেবল এক টুকরো কার্ড নিয়ে লজ্জাস্থান ঢেকে মঞ্চে উঠে আসেন জন সিনা। অভিনেতার এমন কান্ডে সবাই যখন হতবাক তখনই সিনা বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস! কী বলেন?’

এই কথা বলে যখনই সিনা সেরা কস্টিউম ডিজাইনার বিজয়ীর নাম ঘোষণা করতে যাবেন, তখন হঠাৎ আলো নিভে যায়। আলো ফিরে আসলে দেখা যায়, এই অল্প সময়েই মঞ্চের সহকারীরা একটি গাউন দিয়ে ঢেকে দিয়েছেন সিনার শরীর। তার পর থেকে আবার স্বাভাবিক ছন্দে চলতে শুরু করে অস্কারের পুরো অনুষ্ঠান।

প্রসঙ্গত, জন সিনার পূর্বে, ৫০ বছর আগে ১৯৭৪ সালে রবার্ট অপেল ঠিক একইভাবে অস্কারের মঞ্চে বিবস্ত্র হয়ে, শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় ‘স্ট্রিকার’ রবার্ট মঞ্চজুড়ে দৌঁড়েছিলেন। জানা যায় সেই ঘটনার পুনরাবৃত্তি করতেন জনের এমন কান্ড।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share