মশাবাহিত রোগ চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে একেবারেই বিছানায় পড়ে গিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
ভারতীয় গণমাধ্যমকে নিজের স্বাস্থ্য প্রসঙ্গে দক্ষিণী নায়িকা জানিয়েছেন, ‘কয়েকদিন আগেই সুস্থ হয়ে এবার ফের মশার কামড়ে কাবু হয়েছি। শরীরের প্রতিটি জয়েন্টে ব্যথা। বিছানা ছেড়ে উঠতে পারছি না।’
সামান্থা আরও জানিয়েছেন, ‘অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত আছি। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খেতেও ভুলছি না। আর ব্যথা কমাতে বিশেষভাবে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছি।’
‘রেড লাইট থেরাপি’ নেওয়ার একটি ছবিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। ভক্তদের কাছে স্বস্তির বিষয় এই যে, শেয়ার করা ছবিতে সামান্থাকে দেখতে অনেকটাই হাসিখুশি লাগছে।
গণমাধ্যমকে অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হবার প্রয়োজন নেই। নিজেকে একটু সময় দিন, পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার খাবেন।’