নব্বইয়ের দশককে বলা হয় বলিউডের মেলোডিয়াস দশক। যখন রাজত্ব করেছেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, সারগাম, কবিতা কৃষ্ণামূর্তিসহ অনেকেই। এর মাঝেই বাঙাল বাবু কুমার সানু এসে বলিউড পুরো কাঁপিয়ে দেন। রোমান্টিকতা, আবেগের ভরপুর প্যাকেজ শানু বাবুর দাপটে কোণঠাসা হয়ে পড়েন স্বয়ং উদিত নারায়ণও।
একটি রিয়েলিটি শোতে সম্প্রতি দুজনেই উপস্থিত হয়েছিলেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চে যেখানে কুমার শানু বিচারক, সেখানে উদিত নারায়ণ অতিথি হয়ে আসেন বিশেষ পর্বে।
এসে হাস্যরসে উদিত নারায়ণ জানান, “সবাই মনে করে গান নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব আছে। আসলে বিষয় সেটি নয়। আমাদের মাঝে একজনকে নিয়েই ছিল যত টানাহেচড়া। আর তিনি হলেন ‘রোমান্স’ কুইন অলকা ইয়াগনিক।”
উল্লেখ্য – এই দুই শিল্পীই অলকার সাথে জুটি বেঁধে দারুণ সব গান উপহার দিয়েছেন।
এর মাঝে যেমন আছে অলকা-উদিতের ‘কহোনা পেয়ার হ্যায়’, ‘কিতনি বেচেন হোকে’ গানগুলি, তেমনই আছে, অলকা – শানুর ‘তুমহে আপনা বানানে কি কসাম’, ‘মেরে দিলভি কিতনা পাগল হ্যায়’র মত অমর কিছু গান।