Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
Your Image

অর্থ আত্মসাতের অভিযোগে অপূর্বর বক্তব্য

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব | ছবি: ফেসবুক

২০২২ সালে ২৪টি নাটকের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ২৫ লাখ টাকা অগ্রিমও নিয়েছিলেন অভিনেতা। তবে মাত্র ৯টি নাটকের পর আর শুটিং না করায়, অপূর্বর বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন আলফা আই স্টুডিওসের কর্ণধার শাহরিয়ার শাকিল।

গণমাধ্যমকে প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, ‘অপূর্বর সাথে আমাদের পথচলা দেড় যুগের বেশি সময় ধরে। সেই সম্পর্কের জেরে ২০২২ সালে আমরা একসাথে ২৪টি নাটকের শুটিংয়ের জন্য চুক্তিবদ্ধ হই। ২৪টি নাটকে শুটিংয়ের বিপরীতে মাত্র ৯টির শুটিং করে অগ্রিম ২৫ লাখ ও পরে ৯ লাখসহ অপূর্ব মোট ৩৩ লাখ টাকা নেন। পরে আমাদের ৯–১০ মাস ঘোরানোর পরও সে শুটিংয়ের শিডিউল দেয় নি। এ নিয়ে আমি অপূর্বকে কিছুই বলিনি। আমরা বন্ধু। বারবার ভেবেছি, সে ব্যস্ত থাকতে পারে। আমি আমার টিমকে চেষ্টা করতে বলেছি যোগাযোগ রাখতে। এদিকে আমারও নাটকগুলো হস্তান্তর করার কথা ছিল, কিন্তু পারছিলাম না। গত বছর অক্টোবরের মধ্যেই আমাদের কাজ শেষ হওয়ার কথা। ৯টি নাটকের কাজ করে দিয়ে আর কোনো নাটকের কাজ না হওয়ায় অপূর্বর সঙ্গে ফেব্রুয়ারিতে বসি। আমরা চাইছিলাম, সমাধান করা উচিত। পরে আমাদের কথা হয়, সাত দিনে সে প্রতিদিন তার অংশের একটা করে নাটকের শুটিং করে দেবে। আর তিনটা নাটকের দুই দিন করে ছয় দিন শুটিং করবে। ১৩ দিনে আমাদের কাজ শেষ। কিন্তু ১৮ ফেব্রুয়ারি, শুটিং শুরু হওয়ার এক দিন আগে থেকে অপূর্ব ফোন ধরছেন না। ১০ মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। এই মাঝেও অপূর্বর সাড়া না পেয়ে আমরা আইনগতভাবে লিগ্যাল নোটিশের কপি অপূর্বসহ টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘের কাছে পাঠিয়েছি।’

এই বিষয়ে অভিনেতার সাথে যোগাযোগ করা হলে, অপূর্ব গণমাধ্যমকে জানান, ‘আমার দীর্ঘদিনের ক্যারিয়ারে এমন ঘটনার মুখোমুখি হইনি। আমি সততার জায়গা থেকে সব কাজ করে গিয়েছি। আজ এমন এক ঘটনার মুখোমুখি হতে হলো যা আঙুল তুলেছে আমার সম্মানের উপর। যেটা একেবারেই অপ্রত্যাশিত। আর যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে বিস্তারিত কিছু এই মুহূর্তে বলতে চাই না।’

অপূর্ব আরও বলেন, ‘সময়ই সবকিছু পরিষ্কার করে দেবে। ইন্ডাস্ট্রির সবাই আমাকে দীর্ঘদিন ধরে চেনে–জানে। আমি কখনো কোনো অন্যায়ের সঙ্গে নেই। যেটা সঠিক ওটাই করব আমি, এতটুকু বিশ্বাস রাখুন। অন্যায় করে কেউ পার পাবে না। আমাকে নিয়ে যে অভিযোগ এসেছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক ও আমার জন্য সম্মানহানির। আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয়শিল্পী। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মীর মুগ্ধকে নিয়ে আসছে প্রামাণ্যচিত্র

কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী মীর মাহফুজুর রহমান মুগ্ধ শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে পুলিশের…

পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া: দেব

২৯ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’ সিনেমার ট্রেইলার। যেখানে বিশেষ ভাবে নজর কেড়েছে…
0
Share