দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর সঙ্গে আট বছরের পথচলার ইতি টানলেন গিটারিস্ট মহান ফাহিম। গেল ২৯ সেপ্টেম্বর অর্থহীন ব্যান্ড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন গিটারিস্ট মহান নিজেই।
রবিবার, নিজের ফেসবুক পোস্টে মহান ফাহিম লেখেন, ‘গত এপ্রিলে আমার সার্ভিকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করেছে। যার কারণে বাঁ হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করা শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছে। যে কারণে এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে অর্থহীন ছাড়লেও সংগীত ছাড়ছেন না মহান ফাহিম। তার ভাষ্যে, ‘আমি বসে গিটার বাজাতে পারব, তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইনস্ট্রুমেন্টাল রিলিজ করব। অতএব মিউজিক থেকে সরে যাবার কোনো কারণ নেই।’
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর শেষবারের মত অর্থহীনের সাথে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে গিটার বাজিয়েছেন মহান। বিদায়ের মুহূর্তে অর্থহীন ব্যান্ডের ব্যবস্থাপক টিটো (এহসানুল হক), শব্দ প্রকৌশলী মিঠুসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মহান।