Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪

অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা 

রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাস (বাম থেকে) । ছবি: গুগল

এবার হত্যাচেষ্টার মামলায় আসামি হলেন ‘আলো আসবেই’ নামের ভাইরাল গ্রুপের অন্যতম দুই সদস্য ও অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা ও পঙ্গু করার ঘটনায় দায়ের করা মামলায় অরুণা ও প্রাচীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। উপজেলার কাঁচপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিনকে গু’লি করে পঙ্গু করার ঘটনায় মামলাটি করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রাতে আহত রুহুল আমিন (৩৯) নিজেই বাদী হয়ে মামলা করেছেন সোনারগাঁ থানায়।

মামলার বিষয়ে আরও জানা গেছে, একই মামলায় অরুণা ও প্রাচী ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ডিবি প্রধান মো. হারুন অর রশিদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ১৭৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও ৫০-৬০ জনের মত অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে এই মামলায়।

অভিনেত্রী অরুণা ও প্রাচীর নামে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। তিনই জানান, রবিবার(১৫ সেপ্টেম্বর) রাতে ভিকটিম সশরীরে থানায় এসে নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। অতঃপর, তারা মামলাটি গ্রহণ করে রেকর্ডভুক্ত করেছেন।

এদিকে মামলার এজাহারে বাদী রুহুল আমিন উল্লেখ করেছেন, ২০২৪ সালের ২০ জুলাই সোনারগাঁ উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৫টার দিকে মামলায় উল্লেখিত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে। ঐ সময় তাকে মারধরসহ গুলি করে হত্যাচেষ্টা করা হয়। সেই ঘটনায় গু’লিবিদ্ধ হয়ে আহত হন তিনি। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যানসার জয় করে প্রথমবার মঞ্চে গাইলেন বেসবাবা সুমন 

২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট। ক্যানসার জয় করার পর এই কনসার্টের…

ভারতে মুক্তির অনুমতি পায়নি ফাওয়াদ- মাহিরার সিনেমা

প্রায় এক দশকেরও বেশি সময় পর ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের একটি সিনেমা। দর্শকপ্রিয়…
Exit mobile version