না! মোটেও অটোটিউন নিয়ে নয়। ভারতের প্রখ্যাত শিল্পী অরিজিৎ সিং নিজের বর্তমান ভয়েস নিয়েই বলেছেন, এটি তার আসল ভয়েস নয়! তাহলে তার আসল ভয়েস কোনটি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিং বলেন, তিনি যখন গান করা শুরু করেছিলেন তার ভয়েস ভিন্ন রকমের ছিল। যাদের ‘ফেম গুরুকুল’ নামের সেই রিয়েলিটি শো মনে আছে, তারা হয়তো সদ্য তরুণ অরিজিৎ সিংয়ের সেই ‘আর্দ্র’ কোমল ভয়েস মনে থাকতে পারে। তবে অরিজিতের আক্ষেপ হল, তার সেই ভয়েসের কারণে তখন তিনি সফলতার মুখ দেখেননি। দিনের পর দিন তাই নিজেকে সুরের কঠিন পরীক্ষাতে ফেলে কণ্ঠকে ভেঙেছেন। আবার গড়েছেন। এরপর এই ভয়েস নিজে নিজে তৈরি করেছেন যে ভয়েসে আজ ভারতের অন্যতম সেরা ‘ভয়েস’ অরিজিৎ সিং।
এতে তার কষ্টও হয়েছে অনেক। ঘষে ঘষে মূর্তি তৈরির মত অবস্থা হয়েছিল তার। অরিজিৎ সাক্ষাৎকারে বলেন, ‘নিজেকে কিছুটা টর্চারই করেছি আমি আজকে এই ভয়েস-টেক্সচার পাওয়ার জন্য।’