১৮ জানুয়ারি ওটিটি- তে মুক্তির পরেই সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত প্রথম ওয়েবফিল্ম ‘অসময়’। নিজেদের রেকর্ডব্রেকিং সাকসেস পার্টিতে নিজের অভিজ্ঞতার কথা জানান ওয়েবফিল্মের অন্যতম অভিনেতা জিয়াউল হক পলাশ।
নির্মাতা অমি’র সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা পলাশ জানিয়েছেন, ‘অমি ভাইয়ের সাথে কাজের প্রতিটা মুহূর্তই মজার। তার শুটিং মানেই যেন পিকনিক।‘
তিনি আরও বলেন, ‘সত্যিই অনেক ভালো লাগছে। গতমাসে মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বের ১০০টির বেশি দেশের মানুষ ‘অসময়’ দেখেছেন, এতো ভালোবাসা দিয়েছেন। দর্শকের ভালোবাসাটাই আমি এবং সব আর্টিস্টদের জন্য অনেক কিছু।’
ব্যাচেলর পয়েন্টের পঞ্চম কিস্তি কবে পর্দায় ফিরছে এই বিষয়ে কিছুটা রহস্য রেখেছেন পলাশ।
উল্লেখ্য, ‘অসময়’ ওয়েবফিল্মে মধ্যবিত্ত পরিবার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চালচলন, পুলিশ সাংবাদিক কেমিস্ট্রি, আইনজীবী, এজেন্সির মালিকের লাইফস্টাইল মিলিয়ে রসদের পাশাপাশি ছিল পরিপূর্ণ ড্রামা। ওয়েবফিল্মে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আবদুল্লাহ রানা, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী, জিয়াউল হক পলাশসহ অনেকে।