সম্প্রতি কোমল পানীয়র একটি বিজ্ঞাপন সমালোচনার শিকার হয়েছে। বিশেষ করে নেটবাসীরা ধুয়ে দিচ্ছেন এর নির্মাতা এবং কলাকুশলীদের। একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রর বিপরীতে মদত দেবার অভিযোগ এনে এই কোমল পানীয়কে বয়কট করার রব উঠেছে বেশ কিছুদিন ধরে।
এর ধারাবাহিকতায় বাংলাদেশেও বিভিন্ন নামে ‘বয়কট’ মুভমেন্ট শুরু হয়। সেটারই প্রত্যুত্তরে সেই কোমল পানীয় কোম্পানি একটি বিজ্ঞাপন সম্প্রতি অবমুক্ত করে, যেখানে জানানো হয় এই পানীয়র সাথে আরোপী রাষ্ট্রের কোনও সম্পর্ক নেই।
আর তাতেই হয়েছে বিপদ! সমালোচনার টর্নেডো চারপাশে। এই ঝড়ের তোড়ে পড়েছে বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ত সকলেই। মূল দুই অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। এই দুইজন আবার ‘ফিমেল’ সিরিজের নিয়মিত অভিনেতা। ফলে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন কাজল আরেফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই বিজ্ঞাপনটি অমির বানানো নয়। এর সাথে তিনি কোনোভাবেই জড়িত নন।
বিষয়টি অমি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন, এটা তার বানানো নয়। লিখেছেন, আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই, আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাবো।
কাজল আরেফিন অমি বলেন, জীবন ভাই ও শিমুল আমার সঙ্গে কাজ করেন। তাই বলে তারা বাইরে কী করবেন সেটা আমার অবগত হওয়ার কথা নয়। তাদেরও আলাদা ক্যারিয়ার আছে। তাই যারা মনে করছেন বিজ্ঞাপনটি আমার বানানো তারা ভুল মনে করছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ জুন এই কোমল পানীয়ের কনসার্ট অনুষ্ঠিত হয় প্রথমবারের মত। আবার ২০২৪ সালের ১০ জুন প্রিমিয়ার করার কথা ‘ফিমেল ফোর’য়ের।
এতো সব নাটকীয়তায় অমি শেষ মুহুর্তে নিজের কাজকেই প্রাধান্য দিচ্ছেন।