Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে মামলা

অভিষেক-ঐশ্বরিয়া নিয়ে নানা কল্পকাহিনীর পর এবার বচ্চন পরিবারে আরেক আলোচনার সুত্রপাত। অমিতাভ বচ্চনের জামাতা নিখিল নন্দার বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। নিখিল নন্দা অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের স্বামী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় নিখিল নন্দার নামে এই মামলা হয়েছে। কৃষিযন্ত্র নির্মাণ সংস্থা এসকোর্টস কুবোটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিখিল নন্দার বিরুদ্ধে জিতেন্দ্র সিং নামে এক ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে।

আদালতের আদেশের ভিত্তিতে নিখিল নন্দা ও এসকোর্টস কুবোটার অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জিতেন্দ্র সিংহের ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী বলা হয়েছে, দাতাগঞ্জে ট্র্যাক্টর ডিলার হিসেবে কাজ করা জিতেন্দ্রকে সেল টার্গেট, অর্থাৎ বিক্রয়ের লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন নিখিল নন্দা ও তার সংস্থার অন্যান্য কর্মীরা। সিংকে তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার হুমকি দেন তারা। এমনকি সম্পত্তি নিলামে তোলার কথাও বলেন। এমন চাপে জিতেন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার পরিবারের সঙ্গে হয়রানির বিষয়টি আলোচনা করেন। গত ২১ নভেম্বর কর্মকর্তারা আবার জিতেন্দ্রর ডিলারশিপ কেন্দ্র পরিদর্শন করেন। তার পরদিনই জিতেন্দ্র আত্মহত্যা করেন বলে তার ভাই অভিযোগ করেন।

জিতেন্দ্রর ভাই আরও দাবি করেন, অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।এই অভিযোগের বিষয়ে নন্দা ও বচ্চন পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। নিখিল নন্দা অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের স্বামী। ১৯৯৭ সালে শ্বেতার সঙ্গে বিয়ে হয় নিখিলের।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইসরায়েলের সাথে ১,৩০০ শিল্পীর কাজ না করার ঘোষণা

ইসরায়েলের বিরুদ্ধে ১,৩০০শিল্পী ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন…

মাদক কাণ্ডের অভিযোগ

মাদক কাণ্ডের অভিযোগ : সাফা কবিরের প্রতিক্রিয়া গত বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে টিভি নাটকের…

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান রবিবার কলকাতার একটি অনুষ্ঠানে অংশ…

এক সিনেমাতেই প্রেমে জড়ালেন কার্তিক-শ্রীলীলা?  

কার্তিক-শ্রীলীলা : এক সিনেমা, এক নতুন প্রেম কাহিনী? বলিউডের আলোচনায় আবারও এক তারকা জুটির নাম এসেছে। অভিনেতা…
Exit mobile version