৯ অক্টোবর পৃথিবীকে চিরবিদায় জানিয়েছেন ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা। অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী হওয়ার পরেও ব্যক্তিগত জীবনে নাকি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং নম্র। এমনটাই জানিয়েছিলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন।
‘কফি উইথ করণ’ প্রোগ্রামের একটি সিজনে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানেই প্রসঙ্গক্রমে রতন টাটাকে নিয়ে কথা বলেছিলেন তিনি। রতনের বিনয়ী মনোভাবের উদাহরণস্বরূপ বিগ বি উল্লেখ করেছিলেন তার জন্মদিনের একটি কাহিনী। অভিনেতার জন্মদিনে হঠাৎ করেই অনেক উপহার পাঠিয়েছিলেন রতন।
তাছাড়া অমিতাভ তার জীবনীতে রতন টাটাকে নিয়ে লিখেছিলেন, ‘আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম। খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন। দেখে উনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিলো। অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোন ভ্রুক্ষেপ নেই ।’
বিগ বি আরও লিখেছিলেন, ‘উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন। চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার উনার প্রতি কৌতুহল বেড়েই চলছিলো। তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম। উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন, ‘হ্যালো’। কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো।’
অমিতাভ নাকি নিজে থেকেই সিনেমা প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। নিজেকে অভিনেতা হিসেবে পরিচয় করিয়ে দিলে প্রত্যুত্তরে শুধুমাত্র ‘দারুণ’ বলেছিলেন রতন। প্লেন ল্যান্ড করার পর অমিতাভ তার দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘আমার নাম অমিতাভ বচ্চন’। তখন মাথা নত করে তার হাতটা ঝাঁকিয়ে রতন বলেছিলেন, ‘আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো! আমার নাম জে.আর.ডি. টাটা। টাটা গ্রুপের চেয়ারম্যান।’ এই কথা শুনে চমকে ওঠেন অমিতাভ।
সেই দিনের ঘটনা থেকে বিগ বি শিক্ষা গ্রহণ করেছিলেন। অমিতাভের ভাষ্যমতে, সেদিন তিনি শিখেছিলেন, ‘যত বড়ই হই না কেন, আমার থেকেও বড় কেউ আছে কিন্ত তার দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে!’
প্রসঙ্গত, ভারতের অন্যতম বহুজাতিক কোম্পানি টাটা সন্সের সাবেক চেয়ারম্যান রতন টাটা। ৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। নিঃসন্তান এই শিল্পপতি রেখে গেছেন ৩ হাজার ৮০০ কোটি রুপির বিশাল সাম্রাজ্য।