বচ্চন পরিবার বিভিন্ন কারণে বরাবরই আলোচনায় থাকে। বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিয়ে নিয়ে ভক্ত ও অনুরাগীদের নানান জল্পনা-কল্পনার মাঝেই আরও একবার আলোচনায় আসলেন অভিষেক। পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়ে এবার নেটিজেনদের চর্চায় পরিণত হলেন অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, হঠাৎ করেই একটি কমেডি শো থেকে বের হয়ে যাচ্ছেন অভিষেক। মূলত তার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে ঠাট্টা করায় তা মেনে নিতে না পেরেই নাকি শো থেকে বের হয়ে গিয়েছিলেন জুনিয়র বচ্চন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, শোয়ের মাঝ থেকে অভিষেকের বের হয়ে যাওয়ার ঘটনাটি ২০২২ সালের। তখন রীতেশ দেশমুখের কমেডি শো ‘কেস তো বানতা হ্যায়’ নামের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৌতুক অভিনেতা পরিতোষ ত্রিপাঠীও। তারকাদের ট্রল করে এই কমেডিয়ান পরিচিতি পেয়েছেন।
ঘটনার দিন অমিতাভ বচ্চনকে নিয়ে মজা করেছিলেন পরিতোষ। সেই ঠাট্টা-ই হয়তোবা মেনে নিতে পারেননি অভিষেক। অভিনেতার চোখে-মুখে রাগ বোঝা যাচ্ছিলো।
অভিষেক বলেন, ‘কমেডি ঠিক আছে, কিন্তু তাই বলে বাবা-মাকে নিয়ে এমন মজা করা উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘এটা আমার ভালো লাগলো না। গুরুজনদের প্রতি আমাদের কিছু সম্মান বজায় রাখা উচিত। কমেডিরও একটা সীমা থাকা প্রয়োজন। আমাদের কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়।’
এরপর অভিষেককে দেখা যায় শো থেকে বের হয়ে যেতে। সেট ছেড়েই চলে যান তিনি। অভিনেতার এমন আচরণ দেখে খুবই অবাক হয়ে যান রীতেশ ও পরিতোষ। চিন্তিত হয়ে যাওয়া পরিতোষকে বোঝানোর চেষ্টা করতে দেখা যায় অনেককে।