নব্বইয়ের দশকের ভারতীয় বাংলা সিনেমায় পরিচিত মুখ অভিষেক চ্যাটার্জী, আজ (২৪ মার্চ) তার চলে যাওয়ার দুই বছর। ২০২২ সালের ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।
সময়টা ২০২২ সালের ২৩ মার্চ, সকাল থেকেই কিছুটা অসুস্থবোধ করছিলেন অভিষেক চ্যাটার্জী। তার পরেও জিতের নতুন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’-এর শুটিংয়ে গিয়েছিলেন তিনি। তবে আচমকা তার প্রেসার নেমে গেলে সেদিন আর শুট করতে পারেননি। বাড়ি ফিরে অবস্থার অবনতি হলে তাকে হাসপালাতে ভর্তির চেষ্টা করা হলেও রাজি হননি। পরে ২৪ মার্চ দিবাগত রাত ১.৪০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে, গুণী এই অভিনেতা হারিয়ে যান চিরতরে।
তরুণ মজুমদার পরিচালিত ‘পথভোলা’ ছবির দিয়ে টলিউডে পদার্পণ অভিষেকের। এরপর ধীরে ধীরে প্রসেনজিত্, তাপস পালের মত দাপুটে অভিনেতাদের ছাপিয়ে বাংলা সিনেমায় নিজের জায়গা স্থায়ী করেছিলেন তিনি। নিজের ৩৫ বছরের ক্যারিয়ারে ‘গীত সংগীত’, ‘সংঘর্ষ দহন’, ‘ফিরিয়ে দাও’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘স্বপ্ন’, ‘নীলাচলে কিরীটি’র মতো আড়াইশোটিরও বেশি ছবিতে কাজ করেছেন এই অভিনেতা।
একটা সময় সিনেমা থেকে সরে এলেও, অভিনয় ছাড়েননি। বেশ কয়েক বছর একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন অভিষেক। ‘টাপুর টুপুর’, ‘আঁচল’, ‘মোহর’, ‘চোখের তারা তুই’, ‘ইচ্ছে নদী’, ‘অন্দরমহল’, ‘কুসুম দোলা’, ‘ফাগুন বউয়ে’র মতো ধারাবাহিকে অভিনয় করে মন জয় করে গেছেন দর্শকদের।