Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, আগস্ট ১১, ২০২৫

অভিনেত্রী শায়লা সাথীকে মারলেন অভিনেত্রী আরোহী মিম

দেশের শোবিজ জগতের তরুণ অভিনেত্রী শায়লা সাথী। কিছুদিন আগে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের শীর্ষে ছিল শায়লা সাথী অভিনীত ‘নিয়তির খেলা’। শীর্ষ ১০-এ ছিল আরেক নাটক ‘মাটির মেয়ে’। কিন্তু এই অভিনেত্রী এবার আসলেন ভিন্ন খবর নিয়ে।

পার্থিব সজিবের সঙ্গে একটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেছিলেন শায়লা সাথী। সেই একই প্ল্যাটফর্মে কাজ করেন আরেক অভিনেত্রী আরোহী মিম। শনিবার শুটিং সেটেই অভিনেত্রী শায়লা সাথীকে মেরেছেন অভিনেত্রী আরোহী মিম। এসময় তিনি নাকি জুতাও মেরেছেন অভিনেত্রীর দিকে।

অভিনেত্রী আরোহী মিম বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে। অনেকের রিজিক মেরেছে ও। গত এক দেড় বছরে আমার বিরুদ্ধে এতো বেশি ষড়যন্ত্র করেছে, এতো বেশি পলিটিকস করেছে যে আমার মাথা গরম হয়ে গেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।‘

আরোহী মিম বলেন, সে অভিযোগ করেছে কোনো এক শুটিং হাউজের প্রোডাকশনের মাধ্যমে ওকে নাকি মেরে ফেলতে চাইছিলাম। সে এটা বলে বেড়াচ্ছে। কী ভয়ঙ্কর সে। অনেকদিন ধরেই শুনতেছিলাম সে এটা বলে বেড়াচ্ছে যে- আরোহি আমাকে এসব বলেছে। আসলে সে আমাকে পছন্দ করে না, লাস্ট এক দেড় বছর ধরে সে আমার পেছনে লেগে আছে।

সে আমাকে নিয়ে জেলাস ফিল করে। কিন্তু আমাকে নিয়ে তার এতো কী প্রবলেম, জানি না। আমার সঙ্গে সে একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে।’

সমস্ত অভিযোগ মিথ্যা উল্লেখ করে মিম বলেন, আমার বিরুদ্ধে কেন এইসব মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি ঠিক বুঝতেছি না। সে আমাকে বলতেছে তুমি এটা করছ, আমি বললাম কোথায় করছি সে বলছে নাইন্টিজের শুটে। আমাদের একটা সিরিজ ছিল নাইন্টিজ নামে। ওখানে নাকি এটা করেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম, কার মাধ্যমে? সে বললো প্রোডাকশন বয়, আমি বললাম তাহলে প্রোডাকশন বয়কে নিয়ে আসো। খোঁজ নিয়ে দেখলাম সেই প্রোডাকশন বয় নাকি এখন মিডিয়াতে কাজই করে না। তার মানে এটা হলো সে বানিয়ে বানিয়ে বলতেছে। কোনো প্রমাণ নেই। যার কারণে এটা নিয়ে ঝামেলা হয়েছে। এটার কারণে আমি তার গায়ে হাত তুলেছি। আমি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এটা করেছি। দোষ করে ও, আবার স্ট্যাটাস দিয়ে ভিক্টিম সাজে।’

মিম বলেন, ‘বাংলাদেশের দর্শকেরা বোকা আসলে। ও যা বলে তাই বিশ্বাস করে। সবার পেছনে পেছনে লাগে। সে ভদ্র সেযে থাকে, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে। কি ডেঞ্জারাস সে। বাইরে সে রূপ দেখায় তা সত্যি নয়, ভেতরে সম্পূর্ণই আলাদা একটা রূপ।’

এদিকে পার্থিব সজিব ও শায়লা সাথীর মধ্যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সজিব বিবাহিত ও তার সংসার রয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টপচার্টে এআই ব্যান্ড ‘দ্য ভেলভেট সানডাউন’

‘দ্য ভেলভেট সানডাউন’ নামে একটি ব্যান্ড দুই মাস আগে যাত্রা শুরু করে। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ফ্লোটিং অন ইকোজ’…

তাণ্ডবের আরমান মনসুরকে নিয়ে পুর্ণাঙ্গ ছবির ইঙ্গিত দিলেন সিয়াম

গেল ঈদের মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘তাণ্ডব’। শাকিব ছাড়াও যে চরিত্র দর্শককে তুমুল আকৃষ্ট করেছে, সেগুলোর মধ্যে…
0
Share