অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে
দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে গত মার্চ মাসে। এরপর থেকেই আইনি বিচারের মুখে অভিনেত্রী। তবে দুই মাস পরে গত মে মাসে জামিন পান তিনি। তবে মামলা চলমান ছিল। অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিশাল অঙ্ক, জেনে নিন বিস্তারিত খবর।
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ১০২ কোটি টাকা পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে জরিমানার টাকা না দিলে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। হারাতে হতে পারে সম্পত্তিও।
ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এই জরিমানা করেছে।
অভিনেত্রী রান্যার পাশাপাশি এই মামলায় আরও তিন জনকে জরিমানা করা হয়েছে। তরুণ কোন্দুর রাজুকে ৬৭.৬ কেজি সোনা পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা, সাহিল জৈন ও ভারত জৈনকে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। ৬৩.৬১ কেজি সোনা পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে।
চার জনকে সবমিলিয়ে প্রায় ২৭০ কোটি টাকা ফাইন করেছে ডিআরআই।
আরও পড়ুন
শাহরুখ-দীপিকার নামে থানায় মামলা
ভারতের সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও। দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে তাকে আটক করা হয়। পরে গত ৩ মার্চ সোনা পাচার মামলায় গ্রেপ্তার হন কন্নড় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। নিয়ম-বহির্ভূত ভাবে বিপুল সোনা ছিল তার কাছে।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় মোট ১২.৫৬ কোটি টাকার সোনার বাট। পরবর্তীকালে তার বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা। মোট ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকার নগদ উদ্ধার হয়। উঠে আসে সোনা পাচারের অভিযোগ।
২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।