২০১৩ সালে ‘রামাইয়া বাস্তাভাইয়া’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন গিরিশ কুমার। সিনেমাটি সুপারহিট না হলেও দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। কিন্তু হঠাৎ করেই সিনেমা থেকে হারিয়ে যান তিনি। আর এক যুগ পর ফিরে এসেছেন একটি জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক হিসেবে। এবং বর্তমানে গিরিশ কুমার প্রায় ২১৬৪ কোটি রুপির মালিক!
২০১০ সাল থেকে একে একে বলিউডে নিজেদের জায়গা শক্ত করতে শুরু করেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ অভিনেতারা। তারা নিজেদের মত সফলও হয়েছেন। কিন্তু অভিনেতা গিরিশ কুমার সফলতার জন্য বেছে নিয়েছিলেন ভিন্ন পন্থা।
২০১৬ সালে এই অভিনেতার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়লে অভিনয় ছেড়ে বাবা কুমার এস তৌরানির সঙ্গী হয়ে নিজেদের পারিবারিক ব্যবসায় মন সেন। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার বা সিইও হয়ে নিজের সম্পদের পরিমানকে নিয়ে গেছেন আকাশ ছোঁয়া উচ্চতায়।
টিপস ইন্ডাস্ট্রিজ, যার বাজারমূল্য এখন প্রায় ১০,৫১৭ কোটি রুপি। ফলে অভিনয় ছেড়ে গিরিশ কুমার এখন যেই পরিমান সম্পদের মালিক বলিউডে তার সমসাময়িক অভিনয়শিল্পীরা কিন্তু গিরিশের থেকে এখনও অনেক পিছিয়ে।