বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। আইটেম গার্ল থেকে অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের স্থান শক্ত করে এবার জানালেন বলিউড ও অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি। এই তথ্য কি গুঞ্জন নাকি অন্যকিছু, কি বললেন অভিনেত্রী?
কিছুদিন ধরেই জোর গুঞ্জনে শোনা যাচ্ছে, বলিউড ছেড়ে হলিউডে যাচ্ছেন নোরা। সেখানে একটি মিউজিক অ্যালবামে কাজ করবেন তিনি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সাথে সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল, এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার মোট তিনটি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।’
আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করা প্রসঙ্গে নোরা ফাতেহি বলেন, ‘আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।’
নোরা ফাতেহি একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ‘হৃদয়ে ভারতীয়’ বলে নিজেকে অভিহিত করে থাকেন। বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ সিনেমার আইটেম গান দিয়ে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন তিনি।