সময়ের পরিবর্তনে নতুনরা জায়গা করে নিবে এই পৃথিবীর নিয়ম। রাজনীতি, দেশ পরিচালনা, অভিনয় কিংবা নির্মান সবখানেই পুরাতনকে পেরিয়ে উঠবে নতুন সুর্য। সেই সূত্রেই দেশের টিভি নাটক, ডিজিটাল মাধ্যম ওটিটি এবং চলচ্চিত্রে এসেছে নবীন অভিনয়শিল্পী ও নির্মাতারা। তাই আজ চিনে নেয়া যাক নতুন পাঁচজন অভিনেত্রীকে। যাদের অনুপ্রেরণা জয়া আহসান, অপি করিম এবং মেহজাবীন চৌধুরী।
মালাইকা চৌধুরী
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এখনো পর্যন্ত মাত্র দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। আর এতেই একেবারে আলোচনায়। তার অভিনীত দুটি নাটক ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’। সন্ধিক্ষণে সহশিল্পী হিসেবে ছিলেন ফারহান আহমেদ জোভান এবং ‘ক্ষতিপূরণে ছিলেন ইয়াশ রোহান। নাটকে অভিনয়ের আগে একটি বিজ্ঞাপনচিত্র করেছেন, সেটির নির্দেশনা দিয়েছেন আদনান আল রাজীব।
তিন নম্বর নাটক ‘অনুতপ্ত’ রয়েছে প্রচারের অপেক্ষায়। তিনটি নাটকই নির্মিত হয়েছে মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘সিনেমাওয়ালা’র ব্যানারে। মালাইকা জানান তার অনুপ্রেরণা তার আপু মেহজাবীন চৌধুরী।
নওবা তাহিয়া
শৈশবে আবৃত্তি করার সুবাদে টিভিতে ছোটদের অনুষ্ঠানে উপস্থাপনার সুযোগ পান নওবা তাহিয়া। তিন বছর আগে আসেন অভিনয়ে। প্রথম নাটক ‘ফেরার গল্প’ প্রচারিত হয় বিটিভিতে। ইমরাউল রাফাত নির্মিত নাটক ‘চুপিচুপি’তে অভিনয় করেন নিলয় আলমগীরের সাথে।
আপাতত বিরতিতে আছেন জানিয়ে তাহিয়া বলেন, ‘পড়াশোনার জন্য কিছুদিন বিরতি নিয়েছি। আগস্ট থেকে আবার নিয়মিত হব। আমার অভিনয়ে আসার অন্যতম প্রেরণা অপি করিম আপু। তার অভিনয়, বাচনভঙ্গি আমাকে রীতিমতো মুগ্ধ করে।‘
সাদনিমা বিনতে নোমান
এ বছরই টিভি নাটকে অভিষেক সাদনিমার। পার্থ সরকারের ‘গোল্ডফিশ’-এ তিনি অভিনয় করেছেন খায়রুল বাসারের সঙ্গে। এর পরই আরো কিছু নাটকে অভিনয় করেছেন।
সাদনিমা বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলাম। অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছি।
এরপর পড়াশোনায় মনোযোগ দিই। স্নাতক সম্পন্ন করে সিদ্ধান্ত নিই, অভিনয়ে আসব। ‘গোল্ডফিশ’ নাটকে অভিনয়ের সুযোগ পাই। এরপর ‘আগলে রেখো আমায়’ নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। প্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতোই সব সময় মানসম্পন্ন কাজ করে যেতে চান সাদমিনা। এই মুহূর্তে নাটক করলেও ইচ্ছা আছে বড় পর্দায় অভিনয় করার।
ইন্দ্রানী নিশি
ইন্দ্রানী নিশি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। তবে পর্দায় উপস্থাপক হিসেবেই বেশি ব্যস্ত। আরটিভির রিয়ালিটি শো ‘ক্যাম্পাস স্টার’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন, তার পর থেকেই শোবিজের নিয়মিত মুখ।
দেশের নামকরা বেশ কয়েকটি টিভি চ্যানেলে উপস্থাপনা করেন। পাশাপাশি করেন করপোরেট অনুষ্ঠানও। সুচিত্রা সেনের একনিষ্ঠ ভক্ত নিশি এবারই প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন—রুবেল আনুশের ‘রূপ’। নাটকটিতে তার জানান দিচ্ছে, বেশ লম্বা দৌড়ের ঘোড়া হিসেবেই পদার্পণ অভিনেত্রীর।
অভিনয় প্রসঙ্গে নিশি বলেন, ‘যেহেতু আমি নাট্যকলার ছাত্রী, অভিনয় নিয়ে আমার প্যাশন কাজ করে। তবে আমার লক্ষ্য বড় পর্দা। সেভাবেই প্রস্তুত করছি নিজেকে। টিভি নাটক করে অভিনয়ের দক্ষতা যাচাই করে নিচ্ছি।’
শায়লা সাথী
সম্প্রতি ‘মাটির মেয়ে’ ও ‘নিয়তির খেলা’ নামক দুটি নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন শায়লা সাথী। নিয়তির খেলা’ ইউটিউবের ট্রেন্ডিংয়ে ছিল বেশ কিছুদিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ে পড়াশোনা করেছেন এই অভিনেত্রী। শৈশব থেকে সাংস্কৃতিক পরিবেশ ভালো লাগত বলে জানান এই তরুণ অভিনেত্রী। প্রাঙ্ক কিং নামের একটি ইউটিউবকেন্দ্রিক গ্রুপের সাথে অনার্স পড়াকালীন তার পথচলা শুরু। স্বল্পদৈর্ঘ্য দিয়ে আসেন অভিনয়ে।
অভিনেত্রী জানান, আমাদের এখানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রত্যেক নারীকে সংগ্রাম করতে হয়। সমাজ ও পরিবারের নানা বাধার মুখে পড়তে হয়। সমাজের মেয়েদের জার্নির গল্প আরও বেশি তুলে ধরতে চাই। যে কারণে আমি নারীকেন্দ্রিক গল্পে বেশি অভিনয় করি।‘
নিজেকে কোথায় দেখতে চান? এমন প্রশ্নে শায়লা সাথী জানান, ‘ভালো একজন অভিনয়শিল্পী হতে চাই। সিনিয়র সবার সঙ্গে অভিনয় করতে চাই। আরও বেশি শিখতে চাই। নারীদের হয়ে কথা বলতে চাই। বড় পর্দায় দর্শক আমাকে দেখে হাততালি দিচ্ছেন—সেই জায়গায় নিজেকে দেখতে চাই।