‘ও অভাগী’র পর ওপার বাংলায় গোয়েন্দা গল্পে থাকছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নির্মাতা দুলাল দে’র পরিচালনায় ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ সিনেমায় প্রথমবারেরমত অভিনেতা জীতু কমলের সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী।
২৯ মে প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার। ৫৭ সেকেন্ডের টিজারে দুটি দৃশ্যে দেখা গেছে মিথিলাকে। গোটা টিজার আবর্তিত হয়েছে ছবির মুখ্য চরিত্র অরণ্য তথা জীতু কমলকে ঘিরে। গোয়েন্দাভিত্তিক এই সিনেমাতে মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে আর এখানে তার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জিতু কমলকে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাক্ষাৎকারে পরিচালক দুলাল দে জানিয়েছেন, ‘গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ড ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জিতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে। গোয়েন্দা গল্প হলেও ছবিটি কিঞ্চিৎ ভিন্ন। এখানকার গোয়েন্দা অরণ্য চিকিৎসাশাস্ত্রের সাথে জড়িত। আবার ক্রিকেট খেলতেও বেশ পছন্দ করে। সেসব সমান্তরালে জায়গা করে নিয়েছে গল্পে।’
মিথিলাকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সাথে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’
সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা জীতু কমল জানিয়েছেন, ‘অভিনয় আমার একমাত্র পছন্দ ছিল না। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। খেলতেও পারি। আবার সুস্থ রাজনীতিও পছন্দ করি। অভিনেতা না হলে এই দুটোর কোনও একটা অবশ্যই হতাম। এখন দেখছি, অভিনেতা হওয়ারও অনেক সুবিধা। যে স্বপ্ন পূরণ হচ্ছে না, তা অভিনয়ের মাধ্যমে কিছুটা হলেও মিটিয়ে নিতে পারছি!’