স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন হৃদয়বান বহু মানুষ। শোবিজ তারকারাও এই দুর্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন। এরই অংশ হিসেবে বন্যার্তদের এবার পোশাক পাঠিয়ে সাহায্য করার আহ্বান জানালেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন।
২৩ আগস্ট মম ও বাঁধন দজনেই তাদের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একই পোস্ট শেয়ার করেছেন। যেখানে অব্যবহৃত পোশাক পাঠানোর জন্য আহ্বান করেছেন তারা।
পোস্টে লেখা, ‘বন্যার্তদের জন্য এখন সব কিছুর পাশাপাশি লাগবে পরনের পোশাক। আপনার আলমারির অব্যবহৃত পোশাকটি চলে যাক তাদের কাছে- যাদের এখন সবচেয়ে বেশি দরকার। আমি দিচ্ছি আমার পোশাক, আর আপনি?’।
এরপর রাজধানীর নিকেতন এলাকার একটি ঠিকানা ও ফোন নাম্বার যুক্ত করা হয়েছে পোস্টটিতে। সেই ঠিকানাতেই পোশাক পাঠাতে অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, পোশাক সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি মূলত নেয়া হয়েছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে।
জুলাইয়ের আন্দোলনের সময় থেকে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে ঐক্যবদ্ধ হতে দেখা যাচ্ছে শিল্পীদের। ছাত্রদের ন্যায্য দাবির সাথে সংহতি জানিয়ে রাজপথে নামার পর দেশের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় আবারও মানুষের প্রয়োজনে এগিয়ে এলো এই সংগঠন।