এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে অবশেষে বাসায় ফিরেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে যাওয়ায় ২৯ জানুয়ারি সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
২২ জানুয়ারি সন্ধ্যা থেকে অসুস্থতা, অতঃপর হাসপাতালে ভর্তি হতে হয় ফারুকীকে। হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে জানা যায়, ব্রেইন স্ট্রোক করেছেন তিনি। ফলশ্রুতিতে প্রথমে তাকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ফারুকী পরবর্তীতে কিছুটা সুস্থবোধ করায় তাকে স্থানান্তর করা হয় কেবিনে। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
৩০ জানুয়ারি ফারুকীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, “ফারুকীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গতকাল (২৯ জানুয়ারি) বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।”
ফারুকীর বাসায় ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন তার ভক্ত ও অনুরাগীরা। এক সপ্তাহ পর ফাঁড়া কাটিয়ে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ খ্যাত এই নির্মাতা ও অভিনেতার বাসায় ফিরে যাওয়ায় খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তারা।