অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের সংসারজীবনের ইতি বহুদিন আগেই টেনেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেছেন নাগা। তবে সামান্থা রুথ প্রভু এত দিন সিঙ্গেল ছিলেন। তবে কয়েক মাস ধরেই জোর গুঞ্জন, এক নির্মাতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার তাদের একসঙ্গে ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিচ্ছেদের পর বিষণ্ন হয়ে পড়েছিলেন সামান্থা। কিছুদিন ভুগেছেন শারীরিক জটিলতা নিয়েও। তবে সব পেছন ফেলে নতুন শুরুর পথে অভিনেত্রী।
শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেম করছেন সামান্থা। কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তারা নাকি এখন একসঙ্গে থাকার জন্য বাড়ি খুঁজছেন।
এই সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা বা রাজ, কেউই। তবে সামান্থার ভাগ করে নেওয়া একটি ছবি জল্পনায় অবসান টেনেছে। এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা।
এবার সামান্থার এক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছেন, চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। সেই সূত্রের কথায়, ‘সামান্থা ও রাজ এবার একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা’।
ভারতের আলোচিত নির্মাতা জুটি রাজ ও ডেকের একজন হলেন এই রাজ নিদিমোরু। তাদের ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের অভিনয় করেই ব্যাপকভাবে আলোচিত হন সামান্থা। গত বছর একই নির্মাতা জুটির আরেকটি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তেও দেখা গেছে তাকে। এবার জীবন সঙ্গী হিসেবে দেখা যাবে দুইজনকে।