প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস, যা নারীদের কৃতিত্ব স্মরণ এবং সম্মান জানাতে উদ্দীপ্ত। এই দিনটি লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবারের নারী দিবস উপলক্ষে ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’ শিরোনামে একটি বিশেষ ওয়েব কনটেন্ট প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সম্প্রতি নির্মিত এই সচেতনতামূলক কনটেন্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপি। এটি রাসেল মাহমুদের স্ক্রিপ্টে সজল আহমেদ নির্মাণ করেছেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সজল আহমেদ জানান, “এই কনটেন্টের মাধ্যমে নারীদের বর্তমান বাস্তবতা এবং তাদের কিছু অজানা সত্য দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মাধ্যমে সামাজিক একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে চাই।”
এছাড়াও তিনি উল্লেখ করেন, “এ ধরনের সচেতনতা বৃদ্ধিকারী কনটেন্টের জন্য একজন সফল নারী প্রয়োজন ছিল। একজন সফল নারীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অনেক বেশি কার্যকরী। তাই অপি করিমকেই আমি নির্বাচন করেছি, কারণ তিনি আমার কাছে সবচেয়ে সফল নারী।”
জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনটেন্টটি শিগগিরই অনলাইনে প্রকাশিত হবে।