ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। সেই সূত্রধরে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
৭ মে মধ্যরাতে চালানো এই হামলায় পাকিস্তান অঞ্চলে নিহত হয়েছেন ২৬ জন। আহত ৪৬ জন। অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারতে। ভারতের সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।
এদিকে ভারতের এই হামলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।
অপারেশন সিঁদুরের খবরে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয় হিন্দু, জয় মহাকাল’। অভিনেতা রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয়জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দি কী সেনা। ভারত মাতা কী জয়।’
পরিচালক মধুর ভান্ডারকরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘এক দেশ, এক মিশন।’ প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয়।’
দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে দক্ষিণের অনেক তারকাও।