Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

‘অপারেশন জ্যাকপট’: ভুল সংবাদ প্রকাশে অসন্তুষ্ট সিয়াম

সিয়াম আহমেদ | ছবি: ফেসবুক

‘অপারেশন জ্যাকপট’ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে কথাবার্তা হলেও চিত্রনায়ক সিয়াম আহমেদ সিনেমাটির প্রযোজককে এতে অভিনয়ের ব্যাপারে স্পষ্টভাবে মানা করে দিয়েছিলেন। কিন্তু একটি সংবাদপত্রের এক প্রতিবেদনে এই ছবির কাস্টিংয়ের চূড়ান্ত তালিকায় ছিল অভিনেতার নাম। ফলশ্রুতিতে বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হয়েছেন সিয়াম।

সোশ্যাল মিডিয়ায় নিজের অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন সিয়াম। সেখানেই অভিনেতা অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি ছবিটিতে অভিনয় না করার বিষয়টি শেয়ার করেন সবার সাথে।

সিয়াম তার স্ট্যাটাসে লিখেছেন, “কালের কণ্ঠের এক প্রতিবেদন থেকে জানতে পারলাম আমি নাকি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করছি! কালের কণ্ঠ সবসময় আমাদের কাজে সাপোর্ট দেয়, উৎসাহিত করে। তবে কোনো ধরণের ক্রসচেক ছাড়া একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাছ থেকে এমন নিউজ হওয়াটা অপ্রত্যাশিত।”

সিয়াম আহমেদের ফেসবুক হতে স্ট্যাটাসের স্ক্রিন শট

তিনি আরও যোগ করেন, “অপারেশন জ্যাকপট আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম গৌরবের জায়গা৷ আমি অবশ্যই এই বিষয়ে সিনেমা নির্মিত হলে এর অংশ হতে চাইব। কিন্তু সবার আগে আমি দেখব স্ক্রিপ্ট কেমন, নির্মাতা কে, প্রডিউসার কারা। পরিচালক রাজীবদার সাথে আমার হাই-হ্যালো হয়েছিল, স্ক্রিপ্ট নিয়ে বসতে চেয়েছিলেন তিনি; আমার শ্যুটিংয়ে ব্যস্ততার কারণে সেই মিটিংটাই হয়নি। এরপর প্রডিউসারের সাথেও আমার কথা হয়েছে, সেখানে স্পষ্ট করে আমি জানিয়ে দিয়েছি যে এই সিনেমায় আমি অভিনয় করছি না।”

এছাড়াও উড়ো খবরে বিশ্বাস করতে মানা করে সিয়াম তার ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে কোনো সিনেমার সাইনিং করিনি আমি। দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই বলেই এই বিরতি। কাজেই দর্শকদের অনুরোধ করব, এমন উড়ো খবরে কখনো বিশ্বাস করবেন না। কোনো সিনেমা সাইন করলে অবশ্যই আমি নিজ থেকেই আপনাদের জানাব।”

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। এটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে বলে জানা গেছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার ওটিটিতে ‘শরতের জবা’

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত…
0
Share