গল্পের জন্য দর্শক ‘অপলাপ’ দেখবে বলে জানিয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ।
২৯ আগস্ট রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শোতে কথাগুলো বলেন তারকা।
অভিনেতার ভাষ্যমতে, যেকোনো সিনেমা ধৈর্য্য সহকারে দেখার জন্য একটা গল্পের দরকার যা ‘অপলাপ’-এর মধ্যে দর্শক দেখতে পাবে। তিনি আরও বলেন, দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখার গল্প নিয়েই ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে। তাছাড়া অভিনেতাদের ভালো পারফরম্যান্সের কারণেও ওয়েব ফিল্মটি দর্শক দেখবে বলে জানান তিনি।
২৯ আগস্ট ওটিটি প্ল্যাটর্ফম দীপ্ত প্লেতে মোহাম্মদ আলী মুন্নার পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অপলাপ‘ মুক্তি পায়।
নাজিম উদ দৌলার রচনায় নির্মিত ওয়েব ফিল্মটিতে জিয়াউল রোশান ছাড়াও ইমতিয়াজ বর্ষণ, নিপুন আক্তার, প্রিয়ন্তী উর্বীর মত তারকারা অভিনয় করেছেন।