২৬ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত প্রেস মিটে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেখানেই উঠে আসে অভিনেত্রীর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর গল্পসহ তার অভিনয় ক্যারিয়ারের নানান অভিজ্ঞতার কথা।
বাংলা কিংবা হিন্দি, সিনেমার দুই ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করেছেন শর্মিলা ঠাকুর। তবে জীবনের আশিটি বসন্ত পেরিয়ে আসা অভিনেত্রী মনে করেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সাথে যদি দেখা না হতো, তাহলে অভিনেত্রীর জীবন আজ এই পর্যায়ে আসতো না।
গণমাধ্যমকে তিনি আরও বলেন, “অপুর সংসার সিনেমাটি মুক্তির পর ‘অপর্ণা’ চরিত্রটি খুবই জনপ্রিয় হয়েছিল। মানুষের ঘরে ঘরে অপর্ণার নাম ছড়িয়ে পড়েছিল। শর্মিলাকে মানিকদার ‘অপর্ণা’ নতুন পরিচয় দিয়েছিল। মানিকদার সাথে কাজের সুযোগ না পেলে হয়তো আমি শান্তিনিকেতনে পড়তাম।”
দুই ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, “বাংলা ছবিতে যখন কাজ করতাম, তখন সবাই বলত, এটা তোমাদের হিন্দি সিনেমা নয় একটু ভেবে, সময় নিয়ে ক্যামেরার সামনে রিঅ্যাক্ট করবে। আবার হিন্দি সিনেমায় কাজ করার সময় শুনতাম, এটা সত্যজিৎ রায়ের সিনেমা নয়। দ্রুতলয়ে সংলাপ আওড়াবে।”
উল্লেখ্য, দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব নিয়ে ১০ দিনের সফরে ১৯ জানুয়ারি ঢাকায় এসেছেন শর্মিলা ঠাকুর।