অডিশন ছাড়াই ‘ওয়াঙ্কা’র জন্য নির্বাচিত হয়েছিলেন টিমথি
পরিচালক পল কিং গণমাধ্যমে জানান, নাচ ও গানে অভিনেতার দক্ষতার কারণে টিমথিকে ছবিটিতে নেওয়া হয়েছিল।
নির্মাতার মতে, টিমথিই চরিত্রটির জন্য তার প্রথম পছন্দ ছিলেন কারণ অভিনেতার প্রতিভার সম্বন্ধে জানতেন তিনি।
এছাড়া চলচ্চিত্রটি নিয়ে গণমাধ্যমে চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন পরিচালক।
পল জানান, ছবিটি নির্মাণের সময় সেটের সবাইকে বিপুল পরিমাণ চকলেট খেতে হয়েছিল যার কারণে কিছুটা ওজনও বেড়ে গিয়েছিল নির্মাতার।
১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র প্রিক্যুয়েলটি ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।