যতো বড় আর যশস্বী’ই হন না কেন প্রত্যাখানের ব্যাথা আপনাকে পেতেই হবে। কথাটা আবারো প্রমাণ করে দিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। নিজের সোনালি সময়ে অসংখ্য নায়িকার হৃদয়ে ঝড় তুলেছেন এই অভিনেতা। ছিলেন সহ-অভিনেত্রী কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন থেকে শুরু করে নব্বইয়ের দশকের হিট নায়িকা শিল্পা শেঠিদের হৃদয়ের পুরুষ। তবে সেই অক্ষয় কুমার কিনা মাঝরাতে প্রেমের প্রস্তাব নিয়ে যান আরেক নায়িকার বাড়িতে। আর সেখানে প্রত্যাখাত হন এ সুপারস্টার!
নব্বইয়ের দশকে বলিউডে এক সঙ্গে বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার ও আয়েশা জুলকা। মিষ্টি হাসি ও মায়াময়ী চেহারার কারণে আয়েশা খুব দ্রুত বলিউডের প্রযোজকদের নজর কেড়েছিলেন। ঋষি কাপুর, অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী, আমির খানের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
এছাড়া নীতিশ ভরদ্বাজ, বিবেক মুসরান, কামাল সাদানার মতো নতুন মুখের সঙ্গেও একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন আয়েশা। গুঞ্জন রয়েছে, মিঠুন চক্রবর্তী নাকি আয়েশাকে খুব পছন্দ করতেন। শোনা যায়, ‘দালাল’ সিনেমার পর আয়েশা মিঠুনের দিকে আকৃষ্ট হন। কিন্তু ঠিক তখনই অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়ি’ সিনেমায় তার জুটির কাজ শুরু হয় এবং শুটিংয়ের বাইরে তাদের প্রেমের সম্পর্কও গড়ে ওঠে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বিনোদনমূলক ম্যাগাজিনে এই সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশিত হলে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই খবর অনুযায়ী, এক রাতে অক্ষয় কুমার নাকি আয়েশার বাড়িতে হাজির হন, তবে একদম সিনেমার কায়দায় জানালা দিয়েই প্রবেশ করেন! জানা গেছে, অক্ষয় সেখানে আয়েশাকে প্রেমের প্রস্তাব দেন, কিন্তু আয়েশা তা সরাসরি নাকচ করে দেন। কারণ, তিনি জানতেন অক্ষয়ের স্বভাব সম্পর্কে এবং সেই সময় অক্ষয় রাভিনার প্রেমে মজে ছিলেন।
এই বিষয়ে আয়েশা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রিতে আমি সব নায়কের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি। বন্ধুত্বের মধ্যে অনেক কিছুই ঘটে, কিন্তু আমার মা সবসময় আমাকে কঠোর শাসনে রেখেছিলেন। তাই কিছু হয়নি।”
অক্ষয় কুমার ও আয়েশা একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা করেছেন, যেমন ‘খিলাড়ি’, ‘ওয়াখত হামারা হ্যায়’, ‘জয় কিষান’ এবং ‘বারুদ’। বর্তমানে অক্ষয় বলিউডের শীর্ষ নায়ক হলেও আয়েশা বলিউড থেকে অনেকটাই আড়ালে রয়েছেন।