Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

৯ টাকা মোহরানায় বিয়ে করলেন চমক

নবদম্পতি রুকাইয়া জাহান চমক ও আজমান নাসির | ছবি: ফেসবুক

বাগদানের খবর পুরনো না হতেই, ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে একটু ভিন্ন বিয়ের আয়োজনের খবর প্রকাশ্যে এনে আরেকবার চমক দিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

২১ জুন, শুক্রবার পছন্দের মানুষ ব্যবসায়ী ও অভিনেতা আজমান নাসিরের সাথে নতুন জীবনে পা রাখেন অভিনেত্রী চমক। মাত্র ৯ টাকা দেনমোহরের পাশাপাশি মাদ্রাসার বাচ্চাদের সাথে নিজের বিশেষ দিনের খুশী ভাগ করে নিয়ে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন নবদম্পতি চমক- নাসির।  

বিয়ের পরদিন, ২২ জুন নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে চমকের পরনে ছিল লাল টুকটুকে শাড়ি আর বরের পরনে সাদা পাঞ্জাবি।

প্রথম পোস্টে নবদম্পতির কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে চমক লিখেছেন, ‘তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’

তার কিছুক্ষণ পর আরেকটি পোস্টে মাদ্রাসার বাচ্চাদের সাথে কিছু স্থিরচিত্র শেয়ার করে বেশ দীর্ঘ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। সে কারণে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।’

তিনি আরও লিখেছেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। ভালো মনের মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার বাচ্চাদের সঙ্গে দারুণভাবে সবকিছু হয়েছে। তাদের সঙ্গে খাবার খেয়েছি আমরা। আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ভালোবাসা রইলো।’

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফের মা হচ্ছেন সানা খান

ভক্তদের দারুণ এক সুখবর দিলেন ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করা সানা খান। প্রথম সন্তান জন্মের দেড় বছরের…

চলে গেলেন ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের স্রষ্টা

২২ নভেম্বর দিবাগত রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের…

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন-আফসানা মিমি

দেশীর কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের গল্পে নির্মাতা মানসমুকুল পালের পরিচালনায় একসাথে পর্দায় দেখা যাবে মিঠুন…
0
Share