বড় পর্দা, ছোট পর্দা কিংবা ওটিটির পর্দা, বাংলাদেশের একজন সফল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকদের কাছে ফারুকী মানেই সমসাময়িক কোনো কাহিনী নিয়ে ভিন্ন কিছু। দর্শক নন্দিত এই পরিচালক জন্মেছিলেন ১৯৭৩ সালের আজকের এই দিনে।
২০০৪ সালে ‘ব্যাচেলর’ নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে নির্মাতা হিসেবে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ফারুকী। এরপর একে একে তিনি উপহার দিয়েছেন ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়া বিদ্যা’, ‘ডুব’ সহ আরও অনেক মাস্টার পিস।
গেলো বছর চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার মাধ্যমে নির্মাতার পাশাপাশি অভিনেতা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। যদিও ২০২৪ সালের জানুয়ারি মাসে বিরাট ধাক্কা খেয়েছিলেন ফারুকী। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন কাটাতে হয় তাকে। তবে পরবর্তীকালে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেন গুণী এই নির্মাতা।