২০২৩ সালের ২৫ ডিসেম্বর প্রতিবছরের মত টিএসসি সেজেছে সঞ্জীবের সুরে।
প্রয়াত সাংবাদিক, লেখক, কবি, গীতিকার সঞ্জীব চৌধুরীর জন্মদিন এই দিনে। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ননী গোপাল চৌধুরী ও মা প্রভাষিণী দেবী।
প্রায় একযুগ ধরে তার জন্মদিবসে এই আয়োজন করে আসছে সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ। সঞ্জীব চৌধুরীকে ভালোবেসে এর নাম করা হয়েছে ‘সঞ্জীব উৎসব’।
২৫ ডিসেম্বর বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজিত এই উৎসবে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীয মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।