২১ সেপ্টেম্বর আজিমপুরে সমাহিত করা হবে সৈয়দ সালাহউদ্দীন জাকীকে।
১৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ষষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীর আসরে সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পাওয়া এ গুনী শিল্পী।
পরিচালকের ‘ঘুড্ডি’ চলচ্চিত্রে কাজ করা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু তার সমাহিত হওয়ার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয়েছিল।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে জোহরের নামাজের পর দেড়টার দিকে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা শেষ হওয়ার পর তার মরদেহ বেলা ৩টা ১৫ মিনিটে তেজগাঁও চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হবে বলে শোনা গেছে । ইম্প্রেস টেলিফিল্মের সাথে তিনি হুইল চেয়ারে বসেই ‘অপরাজেয় একা’ ও ‘ক্রান্তিকাল’ ছবি দুইটি শেষ করেছিলেন যা এখনও মুক্তির আলো দেখেন।
চ্যানেল আই থেকে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সমাহিত করার কথা রয়েছে পরিচালকের।
২০২১ সালে একুশে পদক পাওয়া এ শিল্পী ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
১৯৪৬ সালের ২৬ আগস্ট সালাহউদ্দীন টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন সৈয়দ সালাহউদ্দীন জাকী । পরিচালকের এক ছেলে ও এক মেয়ে কানাডায় থাকেন।
লন্ডনে স্থাপিত হচ্ছে শাহরুখ-কাজলের মূর্তি
ভারতীয় চলচ্চিত্র এক অনন্য মুহূর্তের দ্বারে। লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত…