শুটিং বিরতির মাঝে ১৮ ডিসেম্বর জাঁকজমক আয়োজনে প্রকাশ্যে এলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপরে বসে আছেন শাকিব। তর্জনী মুখের কাছে এনে বোঝাচ্ছেন ‘সাইলেন্স’।
গত অক্টোবর থেকে একমাস মুম্বাইয়ে সিনেমার প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ করে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ নিয়ে আশাবাদী মেগাস্টার শাকিব খান বরবাদ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে।’
মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় কাজ করার প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই নতুনদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইন আপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।’
উল্লেখ্য, ২০২৩ সালের পর ‘বরবার’ সিনেমার দিয়ে ফের একসাথে পর্দায় ফিরছেন সেই বছরের সুপারহিট শাকিব-ইধিকা জুটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব খান , ইধিকাল পলসহ আরও অভিনয় করেছেন ওপার বাংলার শক্তিশালী অভিনেতা যীশু সেনগুপ্ত। আগামী বছরের ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাতে ‘বরবাদ’ হয়ে ফেরার জন্য প্রস্তুত ঢালিউড মেগাস্টার শাকিব খান। ফার্স্ট লুক পোস্টারে মিলছে তার-ই আভাস!