Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

হোমারের ‘দ্য ওডিসি’কে সিনেমা বানাচ্ছেন নোলান

এবার নতুন প্রকল্প হাতে নিলেন জাদুকরী নির্মাতা ক্রিস্টোফার নোলান। হোমারের ধ্রুপদি মহাকাব্য ‘দ্য ওডিসি’কে সিনেমায় রূপ দিতে যাচ্ছেন নোলান। এই সিনেমায় ইতোমধ্যেই নাম লিখিয়েছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, অ্যান হ্যাথওয়ে, জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন, চার্লিজ থেরন, জন বার্নথাল ও বেনি স্যাফোদির মতো খ্যাত সব অভিনেতা। এবার সে তালিকায় নতুন করে আরো চার নাম যুক্ত হলো। তারা হলেন ইলিয়ট পেজ, হিমেশ প্যাটেল, বিল আরউইন ও সামান্থা মর্টন।

ইলিয়ট পেজ এর আগেও নোলানের সঙ্গে কাজ করেছেন। ২০১০ সালে মুক্তি পাওয়া ইনসেপশন চলচ্চিত্রে স্থাপত্য বিভাগের ছাত্র আরিয়াডনের ভূমিকায় ছিলেন তিনি। প্যাটেলও নোলানের সিনেমার জন্য পুরনো অভিনেতা। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘টেনেট’ সিনেমায় ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এদিকে বিল আরউইন ছিলেন ইন্টারস্টেলার ছবিতে রোবটের কণ্ঠস্বরে।

নতুন যুক্ত হওয়া চার অভিনেতা | ছবি: ইন্সটাগ্রাম

দ্য ওডিসি নির্মাণ হবে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওজের ব্যানারে এমনটাই জানিয়েছে হলিউড রিপোর্টারস-এর প্রতিবেদন। স্টুডিওজের পক্ষ থেকে প্রকল্পটিকে ‘মিথিক্যাল অ্যাকশন মহাকাব্য’ হিসেবে অভিহিত করা হয়েছে। চলচ্চিত্র নির্মাণের জন্য নতুন আইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে চিত্রায়িত হবে। চলচ্চিত্রটি প্রথমবারের মতো হোমারের মূল মহাকাব্যকে আইম্যাক্সের পর্দায় নিয়ে আসছে।বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

 ২০০৭ সালে জুনো চলচ্চিত্রের জন্য অস্কারের মনোনয়ন পেয়েছিলেন ইলিয়ট পেজ। অন্যদিকে প্যাটেল ২০১৮ সালে ‘ইয়েস্টারডে’ চলচ্চিত্রে তার অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করেন। এইচবিওর ‘স্টেশন ইলেভেন’ সিরিজে তার কাজের জন্য পান এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন।  ইন্টারস্টেলার চলচ্চিত্রে রোবটের কণ্ঠ দেয়ার পাশাপাশি ইরউইন সেটে রোবটের অপারেটর হিসেবেও কাজ করেছিলেন। সেখানে মানবজাতির বিলুপ্তির প্রান্তে থাকা একটি গল্পে হাস্যরস যুক্ত করেছেন তিনি সফলভাবে। মর্টন দুইবারের অস্কার মনোনীত অভিনেত্রী। তিনি ‘দ্য সার্পেন্ট কুইন’  সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

খুব শীঘ্রই ওডিসির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের জুলাই মাসে। সিনেমাটির প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ধারণ করা হবে মহাকাব্যিক সিনেমাটির দৃশ্য। শুটিংয়ে ব্যবহৃত হবে আইম্যাক্স প্রযুক্তির আধুনিকতম সংস্করণ। এর মাধ্যমে প্রথমবার হোমারের মহাকাব্যটি আইম্যাক্স পর্দায় উঠে আসবে। গল্পের প্লট যেহেতু খ্রিস্টপূর্ব অষ্টম অব্দের। ফলে সে সময়কার আবহ ফুটিয়ে তুলতে ব্যাপক আয়োজন করতে হচ্ছে সময়কে ধারণ করতে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রমনা পার্ক ও পার্বত্য চট্টগ্রামে চলছে বিজু-বিষু উৎসব  

চলে যাওয়া বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে চাকমা জাতিগোষ্ঠীর মধ্যে পালিত হয় বিজু উৎসব। বিজু মানে ফুল…

ফিলিস্তিনিদের জন্য দেশীয় শিল্পীদের প্রতিবাদী গান  

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে…

আগুনে পুড়ে গেল নববর্ষের শোভাযাত্রার মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি ও…

লন্ডনে স্থাপিত হচ্ছে শাহরুখ-কাজলের মূর্তি

ভারতীয় চলচ্চিত্র এক অনন্য মুহূর্তের দ্বারে। লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত…
0
Share