বাংলাদেশের অভিনয়ের যে জাদুকর একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মৃত্যুর মতো এতো স্নিগ্ধ, এতো গভীর সুন্দর আর কিছু নেই’, সেই জাদুকরই ‘গভীর সুন্দর’ মৃত্যুকে আলিঙ্গন করতে ওপারে পাড়ি জমিয়েছিলেন ২০১২ সালের আজকের এই দিনে। কথা হচ্ছে কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরীদিকে নিয়ে। তার চলে যাওয়ার এক যুগ পূর্ণ হলো আজ।
হ্যালোউন উৎসবে শাবনূর – সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি
ছেলেকে নিয়ে হ্যালোউন উৎসবে শাবনূরের চমক হ্যালোউন উৎসবে শাবনূর এর নতুন লুক ও সাজসজ্জা সামাজিক মাধ্যমে ভাইরাল…