গত বছরের গণঅভ্যুত্থানের সময় শ্রাবণ নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় শেখ হাসিনাসহ আরও ৪০৬ জনের সাথে আসামি করা হয়েছে অভিনেতা ইরেশ যাকেরকে।
রবিবার ২৭ এপ্রিল থানার পরিদর্শক রাজীব হোসেন জানান, শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন গত ২০ এপ্রিল।
নওগাঁ জেলার মোশাররফ হোসেনের ছেলে শ্রাবণ মিরপুরে থাকতেন।গত বছরের ৫ আগস্ট মিরপুরে জুলাই-আগস্ট আন্দোলনের সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
সেই হত্যা মামলায় মার্কেটিং এবং বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও অভিনেতা ইরেশ যাকেরকে মামলার ১৫৭তম আসামি করা হয়।