হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন।
৪ সেপ্টেম্বর রাতে অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে তাকে নেওয়া হয় সিসিইউ-তে। ৫ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শিহাব শাহীন। তিনি জানান, “আফজাল হোসেন হার্ট অ্যাটাক করেছেন। তাকে সিসিইউতে রাখা হয়েছে।”
শাহীন আরও যোগ করেন, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শীর্ষক তার ওয়েব ফিল্মের শুটিং করার কথা ছিল আফজালের। কিন্তু সোমবার রাতে অভিনেতা তাকে কল করে জানান তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। যার কারণে বাতিল করা হয় ফিল্মের শুটিং। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুরু করা যাচ্ছে না শুটিংয়ের কাজ।
প্রসঙ্গত, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মের শুটিং শুরু হয় ২৭ আগস্ট। অস্ট্রেলিয়ায় টানা চারদিন শ্যুটের পর দেশে ফিরেন শাহীন ও তার টিম। এই ফিল্মের শুটিংয়ের পরবর্তী শিডিউল ছিল ৫ সেপ্টেম্বর থেকে।