১৬ জানুয়ারি দিবাগত রাতে নিজ বাড়িতে অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মধ্যরাত ২টা ৩০ মিনিটে সাইফের বান্দ্রার বাড়িতে ঘটনাটি ঘটে। সেসময় অভিনেতা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এক অজ্ঞাত ব্যক্তি একাধিকবার সাইফের ওপর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।
লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরাজ উত্তমণি জানিয়েছেন, ‘রাত সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। অস্ত্রোপচার সম্পন্ন হলে আঘাতের গভীরতা জানা যাবে।’
তবে কী কারণে এমন হামলা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ চুরি করতে ঢুকেছিল আর সেই সময়ে অভিনেতা জেগে ছিলেন। প্রতিরোধ করাতেই হামলা হয়েছে। যদিও এই ঘটনা আসল কারণ কী তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।