Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

‘হাউসফুল ৫’ টিকিট বিক্রিতেও হাউজফুল, আসছে ৬ জুন

আগামী ৬ জুন বলিউডের বহুল জনপ্রিয় ও সাড়া জাগানো কমেডি সিরিজ ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি, ‘হাউসফুল ৫’ বড় পর্দায় আসছে। তবে ছবিটি মুক্তির আগেই বক্স অফিসে রীতিমতো আলোড়ন তুলেছে। কারণ, আগাম টিকিট বিক্রিতে এরই মধ্যে ছবিটি ‘হাউসফুল’ হয়ে গেছে।

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এবং তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত এই ছবির বিশেষ চমক হলো—এক নয়, দুটি আলাদা ক্লাইম্যাক্স সহ দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। ১২ বছর পর পরিচালনায় ফেরা মনসুখানির জন্য এ যেন এক বড় প্রত্যাবর্তন। এর আগে তার ‘দোস্তানা’ ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল।

ছবির মুক্তির আগেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪,২৩৮টি টিকিট, যার থেকে আয় প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ব্লক সিট মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। যদিও ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি, তবে নির্মাতারা আত্মবিশ্বাসী—ছবিটি বিশাল সাফল্য নিয়ে আসবে।

এদিকে অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘হাউসফুল ৫’ পিছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’, ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের প্রতিদ্বন্দ্বী ছবিগুলোকেও। বিশেষ করে কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

তারকাবহুল এই ছবির কাস্ট লিস্টও নজরকাড়া। অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, রঞ্জিত এবং জনি লিভার। গল্পের মূল কেন্দ্রে রয়েছে একটি রহস্যজনক খুন, যার চারপাশে গড়ে উঠেছে কৌতুক, ধাঁধা ও রোমাঞ্চে ভরা এক গল্প।

ট্রেলার ও গান ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় হয়েছে। বর্তমানে ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার, একইসঙ্গে শুটিং করছেন তার আসন্ন সিনেমাগুলোর, যার মধ্যে রয়েছে ‘ভূত বাংলা’, ‘কন্নপা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘জলি এলএলবি ৩’।

সব মিলিয়ে বলা চলে, ‘হাউসফুল ৫’ শুধু কমেডির দুনিয়ায় নয়, বক্স অফিসেও এবার ইতিহাস গড়তে প্রস্তুত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালদ্বীপে সময় কাটাচ্ছেন মেহজাবীন-আদনান

স্বামীর সঙ্গে মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন মেহজাবীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ ১৩ বছরের…
মালদ্বীপে সময় কাটাচ্ছেন মেহজাবীন

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

অভিনেতা আহমেদ শরীফ ঢাকাই সিনেমার বর্ষীয়ান খল অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে সিনেমার কাজে নেই তিনি। বসবাস করছেন…
নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

আরশ-সুনেরাহর রোমান্টিক ছবি প্রকাশের নেপথ্যের কাহিনী

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের রোমান্টিক ছবি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।…
আরশ-সুনেরাহর রোমান্টিক ছবি
0
Share