ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন ঢালিউডের অভিনেত্রী পরীমণি।
২৫ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরী আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
ঘটনার সূত্রপাত ২০২১ সাল থেকে। ২০২১ সালের ১৪ জুন সাভারের বোট ক্লাবে শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগে ঐ ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরী। মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিনকে। পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ কারামুক্ত হলে তাকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২২ সালের ৬ জুলাই তিনি পাল্টা মামলা করেন। নাসিরের করা মামলায় অভিযুক্তরা ছিলেন শামসুন নাহার স্মৃতি ওরফে নায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি। মামলায় বাদী নাসির উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে মদ পান করেন ও এক পর্যায়ে ব্যবসায়ী নাসিরের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন তারা।
পরবর্তীতে ২০২৪ সালের ১৮ এপ্রিল পরী ও জিমিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করে আদালত।