দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এ বছর মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছে বাংলাদেশে। ২৪ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড।
গত ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সিনেমাটিও হতাশ করেনি দর্শকদের। বক্স অফিসে ইতিমধ্যে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এবারের ক্যাপ্টেন আমেরিকা ছবিতে ক্যাপ্টেন আমেরিকা বা স্যাম উইলসনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন অ্যান্টনি ম্যাকি। এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে রেড হাল্ককে। এর আগে রেড হাল্কের অলটার ইগো থান্ডারবোল্ট রস চরিত্রটিকে দেখা গেছে এমসিইউতে। অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে রেড হাল্ক চরিত্রটিতে অভিনয় করেছেন ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ সিরিজের পর থেকে।
বিশ্বব্যাপী সিনেমাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বিশেষ করে নতুন ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অ্যান্থনি ম্যাকির অভিনয় ও হ্যারিসন ফোর্ডের রেড হাল্ক চরিত্র নিয়ে বেশ আগ্রহী দর্শকেরা। সিনেমাটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির দিনে অন্যতম সেরা ওপেনিংয়ে নাম লিখিয়েছে। সেই সঙ্গে ২০২৫ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে স্থান করে নিয়েছে।
ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে একই দিনে আরও একটি সিনেমা মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। সেটি জাপানি অ্যানিমেশন সিনেমা ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি। কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।