সৌদিতে পশ্চিমা স্টাইলের ফ্যাশন শো দেখে বিশ্ববাসির চোখ উঠেছে কপালে! আশ্চর্যজনক হলেও সত্যি, সম্প্রতি আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়ে গেল এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে পশ্চিমা স্টাইলের পোশাক পরে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। আর ওই ফ্যাশন শোয়ের বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ।
ধর্মীয় অনুশাসন পালন করতে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান।
বিশ্বের আর দশটি ফ্যাশন শো যেমন হয়, সেখানকার দৃশ্যটিও একইরকম ছিল। বোঝার উপায় নেই, পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির বিস্তর ফারাক রয়েছে। পশ্চিমা স্টাইলে উদ্দাম র্যাম্পিং, ক্যাটওয়াক- যাবতীয় আয়োজন ছিল ফ্যাশন শোতে।
রিয়াদের এই জমকালো ফ্যাশন শোয়ের কারিগর এলি সাব। তিনি সৌদির একজন ফ্যাশন ডিজাইনার। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা।
একসময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।