৫০ বছর পূর্তি উদযাপন করতে বেশকিছু কার্যক্রম হাতে নেয়ার কথা গণমাধ্যমে প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড সোলস। হাফ সেঞ্চুরি করা দলটির এখন পর্যন্ত হাল ধরে আছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। চিত্রালীর সাথে সাক্ষাৎকারে বর্তমান ব্যান্ড মিউজিকের অবস্থা, ৫০ বছরে সোলসের প্রাপ্তিসহ পার্থ বড়ুয়া জানালেন ৫০ বর্ষপূর্তি উদযাপনে সোলসের নানা পরিকল্পনা। ৬ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যান্ডটি তিনটি লোগো উন্মোচন করেছে। যেগুলোর ডিজাইন করেছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ নেওয়াজ। আর সেগুলো সবার সামনে উন্মোচন করেছেন সোলস-এর প্রাক্তন তিন সদস্য নেওয়াজ, পিলু খান ও র্যালি। সাথেই উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান সদস্যরা।
সিলভার প্লে-বাটন অর্জন করলো চিত্রালীর ইউটিউব চ্যানেল
দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম চিত্রালীর ইউটিউব চ্যানেল ‘চিত্রালী’ (Chitralee) ইউটিউব কর্তৃপক্ষ থেকে…