বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১১ মে বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বপ্নধারা-বিএফডিএ ২০২২-২৩’ অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ লক্ষ্যে ১০ মে সেরা গীতিকার ক্যাটাগড়িতে মনোনীতদের নাম ঘোষণা করেছে সমিতি।
সেরা গীতিকার ক্যাটাগরিতে মনোয়ন পেয়েছেন চারজন। তারা হলেন ‘প্রহেলিকা’ থেকে আসিফ ইকবাল, ‘প্রিয়তমা’ থেকে সমেশ্বর আলি, ‘সুড়ঙ্গ ‘ থেকে তানজীব সারোয়ার ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ থেকে শরিফ আলদ্বিন।
সেরা গীতিকার ক্যাটাগরিতে মনোনীত হবার সুখবরটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গীতিকার আসিফ ইকবাল লিখেছেন, ‘প্রহেলিকা চলচ্চিত্রের জন্য আমাকে ‘সেরা গীতিকার’ মনোনীত করার জন্য বিএফডিএ ২০২২-২৩ (বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি) এর জুরি বোর্ডকে ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ্য থেকে এরই মধ্যে সেরা পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী তিনটি ক্যাটাগড়িতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে।