‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের জন্য ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেয়েছেন ‘অ্যাড্রিয়েন ব্রডি’। দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বারের মতো অস্কার পুরস্কার উঠেছে এই অভিনেতার হাতে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান।
এদিকে চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি।এবারের অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ মনোনয়ন পেয়েছে ১০ ক্যাটাগরিতে। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগ।
দ্য ব্রুটালিস্ট ব্র্যাডি করবেট পরিচালিত ও প্রযোজিত ২০২৪ সালের মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও হাঙ্গেরির আন্তর্জাতিক যৌথ-প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে করবেট ও মোনা ফাস্টভোল্ড। এতে দেখা যায় হাঙ্গেরীয় বংশোদ্ভূত এক ইহুদি স্থপতি ব্যক্তি নাম লাৎস্লো তোথ, (অ্যাড্রিয়েন ব্রডি) গণহত্যা থেকে বেঁচে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, সেখানে তিনি তার স্বপ্ন পূরণের সংগ্রাম করেন, এবং অবশেষে একজন ধনাঢ্য গ্রাহক তার জীবন পরিবর্তন করে দেয়। সিনেমায় অ্যাড্রিয়েন ব্রডির (লাৎস্লো তোথ) স্ত্রী থাকেন ফেলিসিটি জোন্স। 1
পুরস্কার গ্রহণ করে অ্যাড্রিয়েন ব্রডি বলেন, ‘যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং অন্য বিষয়গুলোর প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি। আমি বিশ্বাস করি, ঘৃণা দিয়ে কিছু হয় না; অতীত আমাদের এ শিক্ষাই দেয়’।
২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জেতেন ব্রডি। এরপর সাম্প্রতিক সময়ে বলার মতো তেমন কোনো কাজ নেই। এ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্রডির জন্যও তাই অন্য রকম ফেরা। ‘দ্য ব্রুটালিস্ট’-এর মতো রোমান পোলানস্কির সে ছবিতেও এক ইহুদির চরিত্রের অভিনয় করেছিলেন, যে গণহত্যা থেকে বাঁচার চেষ্টা করছে!
সিনেমাটির সাথে ব্রডির একধরনের আত্নীকরন ঘটেছে যেন। কারণ ব্রডির মা এবং দাদা-দাদি ১৯৫০-এর দশকে হাঙ্গেরি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেছিলেন। তাই ‘দ্য ব্রুটালিস্ট’ যেন তার পরিবারেরই গল্প।