জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে অবশেষে সুহানা খানের যাত্রা শুরু হলো বলিউডে।
শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা পরিবারের কারণে ছোটবেলা থেকেই মিডিয়ার অংশ হলেও সেভাবে কাজ করেননি। করেছেন বিজ্ঞাপন, ফটোশুট বা ব্র্যান্ড এন্ডোর্স। তবে অভিনয় শুরু জোয়ার হাত ধরেই।
এদিকে অভিনয় দিয়ে নয়, সুহানা আলোচনায় এসেছেন তার সহজ সরল কথার কারণে। সম্প্রতি একটি আয়োজনে ‘দ্য আর্চিসে‘র তরুণ পারফর্মাররা উপস্থিত ছিলেন। সেখানে ‘ভেরোনিকা’ তথা সুহানার চরিত্র নিয়ে কথা বলতে স্টেজে আসেন খোদ এই তরুণ পারফর্মার।
উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি একান্তই সহজ সরলভাবে নিজেকে প্রকাশ করেন। নেটিজেনরা তার ‘উচ্চারণ’ নিয়ে প্রশংসা শুরু করেছেন। অনেকের মতেই, অন্যান্য স্টার কিডদের মত তার উচ্চারণে কোন আরোপিত ভাব নেই। আবার কথার মাঝে ’ধরি মাছ নাই ছুঁই পানি’ এমন ব্যাপারটিও নেই। খুবই সাধারণ সদ্য পার করা কিশোরীর মতই মায়ের শাসন থেকে শুরু করে প্রিয় খাবার ’ভারাপাও’ নিয়ে অবলীলায় কথা বলেছেন সুহানা।
বলিউড তাতেই দারুণ আনন্দিত।
শাহরুখ খানও তার উপস্থিত বুদ্ধি ও কথার কারণে জনপ্রিয় ভক্তদের কাছে।
এখন সবাই বলছেন, সুহানা খান একদমই ‘বাপ কা বেটি’। অর্থ্যাৎ বাবার মতই সোজাসাপ্টা ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন।